আমাদের সম্পর্কে

Home / About Us

আমাদের সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্‌,
বিবাহ মিডিয়াতে আপনাকে স্বাগতমঃ

আমরা আপনাকে সাহায্য করবো শারি’য়াহ অনুমোদিত পন্থায় দ্বীনি ভাই বোনদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে। ইন শা আল্লাহ্‌।

আমরা মূলত বাঙ্গালী মুসলিমদের জন্য কাজ করে থাকে।
এটি কোন নির্দিষ্ট মানহাজ, মাযহাব, দল, মত বা গোষ্ঠী (যেমন হানাফি/ আহলে হাদীস/ সালাফী/তাবলীগ/ জামাত/পীরের মুরিদ ইত্যাদি) ভিত্তিক প্রতিষ্ঠান নয়। বা নিদিষ্ট মতের জন্য কাজ করে বিষয়টা এমন নয়।

তবে প্রাতিষ্ঠানিকভাবে কাজের ক্ষেত্রে কিছু শর্ত মেনে  কাজ করে থাকি। যেমন ব্যক্তির স্পষ্ট শিরক ও কুফরমুক্ত হওয়া। পীর-সুফি-দরগা-খানকা–জাদু-তাবিজ-জোতিষশাস্ত্র-রাশি ইত্যাদি থেকে দূরে থাকা। বেআইনি বা হারাম আয় থেকে বেঁচে থাকা। বিবাহ অনুষ্ঠানকে হারাম ও অনৈসলামিক কর্মকান্ড থেকে মুক্ত রাখা। সুন্নাহ সম্মতভাবে বিবাহ অনুষ্ঠান করা।  বিবাহকে ইবাদাত হিসেবে গ্রহণ করা কোনভাবেই আর্থিকভাবে লাভবান হবার পথ না ভাবা। স্পষ্ট ও অস্পষ্ট যৌতুককে ঘৃণা করা।

যারাই এসব শর্তের সাথে ঐক্যমত পোষণ করে তারা যে দল-মত, মানহাজ, মাযহাবেরই হোক বিবাহ মিডিয়া তাদের জন্য কাজ করে থাকে। সেক্ষেত্রে কেউ যদি  নিজেদের পছন্দ মত যেমন পাত্র/পাত্রী প্রত্যাশা করেন আমরা তার জন্য সেভাবেই চেষ্টা করি।

পাত্রী পক্ষকে এ বিষয় আমরা নিশ্চয়তা দিতে পারি যে আমাদের মাধ্যমে তারা এমন কোন পাত্র পাবেন না।

যৌতুক ইসলামী বিবাহ রীতির বিপরীতে হিন্দুদের পণপ্রথার অনুসরণ ছাড়া কিছুই নয়। দাবী বা প্রত্যাশাতো দূর উল্টোতো মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। পাত্রী পক্ষের কাছে পাত্র পক্ষের কোন আর্থিক দাবী করা স্পষ্ট হারাম একটি কাজ। এমন লেনদেন বৈধ নয়।

আমরা বিয়েকে ইবাদাত মনে করি। যেহেতু আল্লাহ অবিবাহিতদের বিয়ের আদেশ দিয়েছেন। অভিভাবকদেরকে তাদের অধিনস্ত অবিবাহিতদের বিবাহ করিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। আর ইবাদাত কবুলের জন্য বিশুদ্ধ নিয়াত ও সুন্নাহ’র অনুসরণ শর্ত। আর দ্বীনের আদর্শ হচ্ছে পাত্র কোন আর্থিক সুযোগতো পাবেনইনা বরং তাকে কিছু না কিছু মোহরানা দিয়ে বিয়ে করতে হবে। বিয়ে পরবর্তী ভোজন (ওলিমা/বউভাত) ছোট/বড় পরিসরে পাত্র তার সামর্থ অনুযায়ী করলে ভাল, নয়তো নয়। কিন্তু উল্টো বিয়ে করে বিদেশে যাওয়ার চিন্তা, ভাল চাকরী লাভের প্রত্যাশা, অসম আর্থিক অবস্থানের পরিবারে বিয়ে করতে চাওয়া ইত্যাদিও একপ্রকার যৌতুক; যা কোন ক্রমেই আমরা সমর্থন করি না।

তবে যাদের নিজের অবস্থা, পারিবারিক অবস্থান ভাল; সে তেমনটা চাইলে সেটা অস্বাভাবিক নয়। কেউ অস্বাভাবিক কোন প্রত্যাশা বা আর্থিকভাবে লাভবান হবার নিয়তে বিয়ে করতে চাইলে সেটা বিয়ে হবে কিনা তা আল্লাহ-ই ভাল জানেন। তবে আমরা শুধু এতটুকু বলতে পারি যে, যারা বিয়ের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হতে চান বা যৌতুক চান আমরা বিবাহ মিডিয়া টীম  তাদের জন্য কাজ করি না।

 

বিবাহ  মিডিয়া পাত্র ও পাত্রী পক্ষ হতে নির্দিষ্ট ফী পরিশোধ করতঃ বায়োডাটা সংগ্রহ করে, আক্বীদাগত, বৈষয়িক, ব্যক্তিগত অন্যান্য তথ্য সংগ্রহ করে এবং পাত্রপক্ষের আগ্রহক্রমে পাত্রীর ওয়ালীর সঙ্গে যোগাযোগ করে এবং পরবর্তীতে উভয়পক্ষের উপস্থিতিতে মিটিংএর আয়োজন করে।

আমরা পাত্র/ পাত্রীর প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর তার জন্য উপযুক্ত পাত্র-পাত্রী খুঁজে দেই, এই রেজিস্ট্রেশন বাবদ একটি অফেরতযোগ্য ফী রয়েছে যা তাদের কাজের শুরুতেই পরিশোধ করতে হয়। এই রেজিস্ট্রেশন ফী পরিশোধ করার পর আমরা কাজে অগ্রসর হই। এবং ইন শা আল্লাহ্‌, বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা আলাদাভাবে কার্য সমাধা সাপেক্ষে একটি সম্মানী নিয়ে থাকি, যা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়।

 

কাজের মান ও চাহিদার বিচারে ফি ব্যক্তি বিশেষে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। বিস্তারিত জানতে Pricing পেইজ দেখতে পারেন।

পাত্র বা পাত্রীর সদস্যতা ১(এক) বছর পর্যন্ত বলবৎ থাকবে। মেয়াদ চলে গেলে সদস্যতা স্থগিত হয়ে যাবে। পাত্র/পাত্রীগণ যোগাযোগ করে সদস্যতা নবায়ন করতে চাইলে পূণরায় বর্তমান ফি পরিশোধ করে সদস্যতা নবায়ন করতে পারবেন।